মহাজন
মোঃ ইব্রাহিম হোসেন


মুখে মুখে বড় কথা
বলে মহা জন,
কাঁড়ি কাঁড়ি আছে কড়ি
ভরপুর ধন।


পাশে কাঁদে এতীমেরা
নজর তো নাই,
দরদি যে জন ভবে
কোথা গেলে পাই ?


এসি গাড়ি জমিদারী
দামি দামি খায়,
লোভে মোহে শঠতাতে
সমুখেতে ধায়।


দান করো গরিবেরে
মুখে মধু বাণী,
অভিনয়ে ত্যাগী তারা
এ সমাজে মানি।


দূর দূর করে সব
ঘৃণা ভরা চোখ,
এক মুঠ ডাল ভাত
না দিয়েই শোক।


সেই ভবে মহাজন
আছে যার মন,
অপরের দুখে কাঁদে
দান করে ধন।