মহৎ কাজের ফল
মোঃ ইব্রাহিম হোসেন


পরের তরে বিলাও জীবন
শান্তি পাবে মন,
মহৎ কাজের এই তো লক্ষ্মণ
জানেন সর্ব জন।


নিজের স্বার্থ যে বুঝে ভাই
স্বার্থপর সে হয়,
স্বার্থ ত্যাগে মানব প্রেমে
এই পৃথিবীর জয়।


এমন জীবন করো গঠন
মরেও পাবে প্রাণ,
লোক সমাজে থাকবে স্মরণ
ছুটবে তোমার ঘ্রাণ।


স্মরণীয় রবে ভবে 
চিরদিনের তর,
তোমার জন্য কাঁদবে স্বজন
কাঁদবে আপন পর।


দু'হাত তুলে করবে দোয়া
ফেলবে আঁখির জল,
পরকালে মিলবে ভালে
মহৎ কাজের ফল।