মন শূন্যতায়
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০১-১০-২০২৩ ইং


যখন আমায় কেহ বলে ভাই ভাই,
মনে হয় তার মত প্রিয় কেহ নাই।
সহজ সরল মনে দিই তারে ঠাঁই,
আপন করেই যেন এই বুকে পাই।


এমনি জনম মোর না আছে স্বজন,
ভাইয়ের মত ভাই হয় বা ক'জন?
ভাই নাই বোন নাই একা আমি তাই,
ভরসা আমার শুধু  ওই বিধাতাই।


ছোটকালে বাবা গেছে মাতাও অচল,
টানিয়া সংসার ঘানি হয় না সচল।
বৃথা গেলো এ জীবন বৃথায় সাধন,
বাঁধে না কখনো কেহ মায়ার বাঁধন।


সাধারণ জন আমি খুব ছোট এই,
সবার সবাই আছে মোর কেউ নেই।
অভাগা মানুষ এক এতিমের ন্যায়,
বিছানা মাটির তবু ফুলও শয্যায়।


কাগজের ফুল আমি সুঘ্রাণ বিহীন,
অসাড় এ অবয়ব  দীন দুঃখী হীন।
কেঁদে যায় নিরালায় উদাস এ মন,
ধু-ধু বালুচর ওই মরুতে যেমন।
======================


কাকন পুলিশ ফাঁড়ির এস আই সোহরাব হোসেনের কথায় মুগ্ধ হয়ে তাঁকে উৎসর্গকৃত কবিতা। শুধুমাত্র  তাঁর একটি শব্দ, একটা কথা 'ভাই' বলাকে কেন্দ্র করেই কবিতাটির উৎপত্তি।
তাঁর প্রতি রইলো আন্তরিক ভালোবাসা ও শুভকামনা।