মনের গহীনে তুমি
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৯-০৪-২০২৪ ইং


বিদেশেতে থাকি আমি তুমি বহুদূর,
নিরালায় গানে গানে ডাকি সুরে সুর।
ঈদের টিকিট পেয়ে উতলা এ মন,
দেখা হবে কথা হবে ওগো প্রিয়জন!


কতদিন দেখিনি ও চাঁদ মাখা মুখ,
এবার দেখে তা ঈদে জুড়াবে এ বুক।
বলিবো মনের কথা যত আছে জমা,
কান পেতে শুনে নিও ওগো প্রিয়তমা!


বলি বলি করে কভু হয় নাকো বলা,
সমুখে যখন আসো মন আলাভোলা।
জমানো প্রেমের কথা লুকিয়ে তা রয়,
সবচেয়ে প্রিয় তবু কেন এতো ভয়?


ভয় নয় প্রেম জমা, জমে থাকে লাজ,
কী করে বলি যে তাহা অপরূপ সাজ?
মনের কথাটা রয় মনের আড়ালে,
মন'টাকে বলি মন কী যে হারালে?


না বলা মনের কথা বুঝে নিও তুমি,
সরিয়ে আঁচল ওই গাল দুটো চুমি।
অধরে কাঁপন ওঠে না বলা ভাষা,
তুমি ছাড়া বাঁচা দায় ইহা ভালোবাসা।


মনের গহীনে তুমি থাকো সদা ক্ষণ,
সবচেয়ে প্রিয় আর সবচেয়ে আপন।
মিশে আছো এ দেহের প্রতি রন্ধ্রে রন্ধ্রে,
অনুভবে চেয়ে দেখি আকাশের চন্দ্রে।