মঞ্জুমা ছন্দ-একত্রিত চক্র
ইব্রাহিম হোসেন
মঞ্জুমা ছন্দ (২+২+২+২+২)


নতুনের সন্ধানে দলেদলে পুষ্প কাননে
উত্তপ্ত দলবদ্ধ তরঙ্গের উত্তাল বুননে
নদীনালা খালবিল চাঞ্চল্য প্রজাপতির অরণ্য
পাখপাখালি নীলগগনে সাগরের দূরদূর দূরান্তের
খাদ্যের অন্বেষণে ছুটিছে একত্রিত চক্রের।


(বিশেষ দ্রষ্টব্য : প্রতি লাইনে পাঁচটি করে শব্দ এবং প্রতি শব্দে একই বর্ণ দুইবার থাকতে হবে। অন্তমিল বাধ্যবাধকতা নাই।)