মরণের যম
মোঃ ইব্রাহিম হোসেন
রচনা: ১৯-১২-২০২৩ ইং


কি জানি কখন আসে মরণের যম ?
প্রাণপাখি কেড়ে নেবে বের হবে দম!
অবশ মাটির দেহ পড়ে রবে ঠায়,
স্বজনের আহাজারি কী হলো যে হায়!


সোনাদানা হীরা মতি গাড়ি বাড়ি টাকা,
পড়ে রবে শূন্য ভূমে সব কিছু ফাঁকা।
চিরতরে বন্ধ শ্বাস ফিরবে না আর,
ক্ষণিক করবে কেঁদে সবে হাহাকার !


প্রাণপ্রিয় বাচ্চা বিবি পিতা মাতা বোন,
আছিলো যা জীবনের আয় করা ধন।
কষ্টে গড়া জমি জমা প্রাণের স্বজন,
হবে না কখনো কেহ নিদানে আপন।


যাবে না কবর ঘরে সহোদর সাথী,
হবে না আঁধার গোরে জোনাকির বাতি।
আমলনামায় যদি থাকে কিছু নেকি,
বিপদের এ কাণ্ডারী সত্য, নাহি মেকি।


মন্দ কাজে সর্বনাশে নরকেতে ঠাঁই,
অনলের দহনে তা পুড়ে হবে ছাই!
রবের আদেশ মেনে বাঁচো যদি ভাই,
স্বর্গলোকে চিরদিন সুখ সীমা নাই।