মরণের পর নাই মরণ
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ১৫-০৭-২০২৩ ইং


দেখেছো কি ভাই ভাবিয়া কখনো
জীবনের হয় শেষ কভু?
হয় না কখনো মৃত্যু হলেও
প্রতিদান দেন ওই প্রভু।


হয়তো ভাবিছো সমাধির পর
লেনাদেনা হয় শেষ তব,
ভুল ধারণায় রহিয়াছো হায়
আত্মা মরে না শেষ শব।


আমল খাতায় যদি রহে যায়
পাপ জমা হায় রাশিরাশি!
নাভিশ্বাসের ভীষণ দহন
ধরিবে দাবায় আসি আসি।


নরক তোমায় ছাড়িবে না ভাই
পালাবার সেথা নাহি পথ,
থাকিতে সময় ভ্রান্ত মনের
ভুল ভেঙে রও দ্বীনে সৎ।


শেষ বিচারের পূর্ব ক্ষণেই
খুঁজিবে কায়ায় আত্মারে,
মরণের পর পাবে ফিরে প্রাণ
ইসরাফিলের ফুৎকারে।


হইবে না আর মরণ তোমার
কর্মগুণের ফল পাবে,
করবে জবাই মরণ নামের
প্রাণ পাখিটার দম যাবে।