মরণের ভয়
মোঃ ইব্রাহিম হোসেন


কেউ নাই পৃথিবীতে হবে যে আপন,
মনে খুব ডর ধরে এ দেহে কাঁপন!
আপন আপন ভাবি কেউ মোর নয়,
তিলেতিলে আয়ু শেষ জীবনের ক্ষয়!


জানি না কখন কবে আসিবে মরণ?
কাঁপে বুক থরথর করিয়া স্মরণ!
জীবনের পাপ রাশি সারিসারি জমা,
মোচনে দয়াল প্রভু করে দাও ক্ষমা।


ভিখারিনী ভিখ পায় ঘুরে দ্বারে দ্বারে ,
কেউ দেয় কেউ কভু বকা দিয়ে তাড়ে।
ক্ষমিবে আমায় প্রভু কেবা আছে ভবে?
না করিলে পাপ ক্ষমা কী বা হবে তবে!


হারাবে যে দুই কূল নরকে দহন,
হাশরের মাঠে পাপ দু'কাঁধে বহন!
পারিবো না সহিতে যে এতো জ্বালা কভু,
নত শির চোখে নীর দেখো ওগো প্রভু!


মরণের আগে এই দিল করো সাফ,
একটাই চাওয়া পাওয়া তব দ্বারে মাফ।
তুমি ছাড়া দয়াশীল না আছে যে আর,
তোমাতে নোয়াই মাথা ওগো পরওয়ার!
================≠====



প্রভুর প্রেমেই সুখ
মোঃ ইব্রাহিম হোসেন


অল্প দিনের এই দুনিয়া
আজ আছে তো কালকে নাই,
মিছা মোহের লোভ তাড়না
ভুলতে হবে সবকে তাই।


যাঁর আদেশে এলে ভবে
রব সমীপে পণ করে,
রবের বিধান হইবে নিধান
শক্ত হাতে দ্বীন ধরে।


সৃষ্টিকারীর লক্ষ্য যে এক
সকল জ্বিন আর ইনসানে,
ইবাদতে মগ্ন রবে
বর্ণনা আল-কোরআনে।


রঙ্গ লীলায় গাফেল হয়ে
রইছো কেনো ভুল করে?
পাপের সাজা পাইতে হবে
রোজ হাশরে শূল 'পরে।


মহান প্রভুর পড়লে প্রেমে
জীবনে ভাই ফুল ফোটে,
ইহকাল ও পরকালেও
সর্বকালের সুখ জোটে।