মরুভূমির প্রাণী
ইব্রাহিম হোসেন
অক্ষর বৃত্ত (৮+৮+৮+১০)


উট কথা বলি আমি
ভালোবাসে সবে জানি
উট হলো মরু প্রাণী
খোকা খুকি তোমাদের বলি।
মরু পথে উট চলে
শক্তি আছে বাহু তলে
উট পুষি মনে বলে
মরু পথে উটের উপর চলি।


শক্তি আছে উট গায়ে
ধীরে ধীরে চলে পায়ে
রাস্তা দেখে চোখে চেয়ে
উট প্রাণীটা সবার প্রিয়ো।
উট পিঠে কুঁজ আছে
কাঁটা গাছ খেয়ে বাঁচে
ভালো লাগে সবে কাছে
ভালোবাসা সবে তাকে দিয়ো।


মোর দেশে উট নাই
বছর পরে দেখা পাই
উট মোর প্রিয় ভাই
উক্ত প্রাণী দেয় কোরবানী।
উপকারী জন্তু সব
সৃষ্টি করে দিলো রব
মনে খুশি কলরব
মরুর জাহাজ উট প্রাণী।