মসজিদের পাশে
ইব্রাহিম হোসেন
মাত্রাবৃত্ত ছন্দ (৫+৫+৫+২)

মৃত্যু কথা স্মরণ করে
লাগছে মনে ভয়,
কখন জানি এ দেহটার
মরণ বুঝি হয়?

আজরাইলে জানটা নিবে
জীবন হবে শেষ,
বরই পাতা গরম জলে
গোসল দিবে বেশ।

এলাকাবাসী ব্যস্ত রবে
কাটবে কেউ বাঁশ,
কাঁদবো আমি শুনবে না যে
লাগবে মনে ত্রাস।

সাদা কাপড় পরায় দিবে
জানাজা পড়ে সব,
কালিমা পড়ে করবে দোয়া
বলবে মুখে রব।

মাটির তলে কবর দিতে
করবে তাড়া'তাড়ি,
চলেই যাবে একলা ফেলে
কবর হবে বাড়ি।

জ্যন্ত থেকে আর্জি করি
মনের মাঝে আশ,
মৃত্যু পরে কবর দিও
মসজিদের পাশ।

আযান যেন শুনতে পাই
মিনার হতে ওই,
আঁধার ঘরে শান্তি পাবো
একলা গোরে রই।