অন্তরে মা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২২-০১-২০২৪ ইং


দিন কাটে নাা রাত কাটে না,
অন্তরে কয় শুধু মা,মা,
মনের মাঝে কী যাতনা!
মা'র ছিলো এক এই ভাবনা,
আমি বড় তবুও ছানা,
আদর দিয়ে বলতো মা'য়ে-
আয়রে খোকা দিচ্ছি খাইয়ে মোর মাখা ভাত খা'না।


বলতাম আমি না খাবো না,
আপনি আগে নেন খেয়ে মা,
হইতো মলিন বদন খানা,
সেই স্মৃতি আজ দেয় বেদনা,
অশ্রু চোখের বাধ মানে না,
কবর দেশে মা যে এখন -
শোক মাতমের দুঃখগুলো দিচ্ছে বুকে হানা!


অন্তরে মা রইছে গাঁথা,
একাকী কই কতই কথা!
বুঝে না কেউ মনের ব্যথা,
বিষাদময় এ জীবন বৃথা 
ভাল্লাগে না কভু হেথা,
মায়ের আদার সোহাগ পেতে-
যেথায় মায়ের বসতবাড়ি চায় যেতে মন সেথা।