মৃত্যুর ধাক্কা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৫-০৩-২০২৪ ইং


জানে না কখনো কেহ
কীভাবে যাবে এ দেহ
আসবে কখন কার জীবনে মরণ?
যা আছে পড়ে তো রবে
দেখবে জনতা শবে
মরুভূমির বালুচরের এ কী যে ধরণ!


আমার আমার করে
ঘুষের জীবন গড়ে
ফায়দাটা কী-বা আছে ভেবে দেখে বলো?
দু'দিনের দুনিয়াটা
তারপর পড়ে ভাটা
থাকতে আয়ুর ক্ষণ সদা দ্বীনে চলো।


যাবে না কেউ তো সাথে
কবরে শূন্য হাতে
ডাকবে ডাকবে তব মরণের যম,
চিরদিন রবে একা
পাবে না কারোর দেখা
দেহ থেকে যদি কারো বের হয় দম।


মৃত্যুর এ ধাক্কাতে
ঘুরবে না চাক্কা যে
জীবনের ষোলো আনা, ষোলো আনা শেষ!
কথা এই পাক্কা তো
নয় মিছে  সাচ্চা তো
পালানোর পথ নাই কোরানের রেশ।