মৃত্যুর শঙ্কায় শঙ্কিত মন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৫-১০-২০২৩ ইং


আমিও একদিন চলে যাবো পরপারে চিরতরে!
স্মৃতি হয়ে  ফেসবুক পাতায়, অনলাইন জগতে হয়তোবা থাকবো পড়ে।
স্বজনেরা কাঁদবে, করবে আহাজারি দু'দিনের জন্য,
রইবো আমি কবর দেশে অন্ধকারে একাকী অন্য।


থাকে যদি মোর কিছু অবদান এই ক্ষণস্থায়ী ভূ-পৃষ্ঠে,
থাকবো সবার অন্তরে,অন্তর গহীনে সুনজরের দৃষ্টিতে।
আর যদি রেখে যায় পাপ-তাপ, গ্লানি যত অবৈধ সম্পদ,
আজীবন পাবো অভিশাপ, হবে কবর দেশেও জীবন বরবাদ।


বলবে দেশের লোকে, শান্তি! শান্তি পেলো এ সমাজ!
অত্যাচারী ছিলো সে, ছিলো সুদখোর, ঘুষখোর, ধান্দাবাজ।
এমন লোকের যেন না হয় জনম এই অবনীতে আর,
"চাই না দেখতে কভু এ বিশ্ব ভুবনে জালিমের বার।"


আমার কর্মকাণ্ডে ক্ষতি নয়, হয় যদি কারও এতটুকু উপকার,
হৃদয়ের ফুলদানিতে রাখবে সাজিয়ে, দেবে ভালোবাসা উপহার।
করবে দোয়া দু'হাত তুলে, কাঁদবে আঁখিজলে, গাইবে গীতি,
অমর হয়ে রবো অন্তরে অন্তরে, আমার ছবি হবে সবাকার চিত্ত মাঝে স্মৃতি।


হে রব! তোমার কাছে আরজি, করি এই মিনতি উঠিয়ে দু'হাত নোয়াইয়া শির,
এমনভাবে হোক আমার  এ জীবন গঠন, জীবনতরী খুঁজে পায় যেন অথৈ দরিয়া সাগরের তীর।