মুজিব তোমার জন্মদিনে
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৬-০৩-২০২৪ ইং  (মূল রচনা- ২০২০)


বাংলাদেশের শ্রেষ্ঠ নেতা বাংলা মায়ের কোলে,
ওই বিধাতা পাঠাইলেন মুজিব ছেলে বলে।
শেখ মুজিবুর তোমায় বলি নও তো তুমি ছেলে,
বাংলাদেশের সোনার খনি জন্ম নিয়ে এলে।


গুণবতী পূণ্যবতী সেই মায়েরই কোলে,
যেই কোলেতে মুজিব তুমি খেলেছো কতো দোলে!
মুজিব তোমার মতো ছেলে হয় না সবার কোলে,
দুঃখ লাগে কেউ যখনই নাইরে মুজিব বোলে।


নয় কখনো জেনে নিও মুজিব মৃত ভবে,
বাংলাদেশের ঘরে ঘরে মুজিব জন্ম হবে।
ধন্য মুজিব আমরা সবাই ধন্য মাতৃ'ভূমি,
ধন্য হলো আমজনতা স্বাধীনতা'কামী।


তোমার জন্য স্বাধীন হলো সোনার বঙ্গ'ভূমি,
শ্রদ্ধাতে তাই মুজিব তোমার চরণ ধুলি চুমি।
মুজিব তোমার মতো ছেলে আসুক ফিরে ঘরে,
যাহার হৃাদয় কাঁপে না কভু শত্রু সেনার ডরে।


সতেরোই তাং ঊনিশ শত বিশ সালের এই দিনে,
জন্ম লগন বিষাদ লাগে মুজিব তোমায় বিনে।
তাই তুলি হাত দোয়া করি মুজিব তোমার তরে,
তোমার মতো খোকার জন্ম হোক্ না সবার ঘরে।