মুজিবী হাহাকার
মোঃ ইব্রাহিম হোসেন


দীপ্ত শিখার মশাল জ্বেলে  
করেছো এ দেশ স্বাধীন,
শোধ হবে না কখনো কভু
মুজিব তোমার এ ঋণ  ।


নিজের জীবন বাজি রেখে
এনেছো তুমি স্বাধীনতা,
তাই পেয়েছি বাংলাদেশের
লাল সবুজের পতাকা ।


দেশের তরে অকাতরে
করলে জীবন দান ,
তুমি মহান তুমি মহান
শেখ মুজিবর রহমান ।


সব দিয়েছো, কি পেয়েছো,
কি নিয়েছো  মুজিব ?
দেশের তরে প্রাণ দিয়েছো
রয়েছো চিরঞ্জীব ।


জীবন দিয়ে ছিনিয়ে আনলে
দেশের স্বাধীনতা ,
বিশ্বব্যাপী পেলে উপাধি
বাংলা জাতির পিতা ।


কে বলেছে মৃত তুমি ?
নও কখনো মৃত,
সব মানুষের হৃদয় মাঝে  
রয়েছো জীবিত ।


মন মানে না তবুও ঝরে
স্বজন প্রিয়ার আঁখি ,
তোমার তরে আর্তনাদে  
ফাটে বুকের ছাতি ।


তুমিহীনা কাঁদে বৃক্ষ তরুলতা  
দেশটা কালো আঁধার ,
শত সহস্র বাঙ্গালী কাঁদে
করে শুধু হাহাকার  ।