মুক্তি
মোঃ ইব্রাহিম হোসেন


দিন যায় রাত আসে রাত যায় দিন,
এইভাবে আয়ু কমে দেহ হয় ক্ষীণ।
চুল পাকে দাঁত পড়ে চামড়াটা ঢিল,
অবশেষে প্রাণ কাড়ে যমে মারে কিল।


দু'দিনের দুনিয়ায় আয়ু খুব কম,
প্রাণ গেলে দেহ থেকে এ ভুবন তম।
অহং ভবের তব চিরদিন নয়,
সময়ের ব্যবধানে সব হবে ক্ষয়।


সৎ কাজ করিলে তা পরকালে ধন,
আঘাতে দীনের কভু ভেঙো নাকো মন।
শক্তি তোমার সব দ্বীনে করো ব্যয়,
বিবেকের মাপকাঠি এটাই তো ন্যায়।


ভালো কাজ করো যদি পাবে প্রতিদান,
জান্নাতে রবে তবে রব মেহমান।
দুর্নীতি অপকাম এ তো অভিশাপ,
তিলেতিলে ক্ষয় তার হয় মহাপাপ!


যতদিন বেঁচে আছে ধরাধামে প্রাণ,
সুনজর দিয়ে দেখো সবাই সমান।
কেউ ধনী কেউ দীন কেউ অসহায়,
মুক্তি মিলিবে তব মানব সেবায়।