প্রভুর রহম চাই
ইব্রাহিম হোসেন


মুক্তমুখ্য ছন্দ
মাত্রাবৃত্ত ছন্দ (৮+৮/৬+৫/৬+৫)
স্বরবৃত্ত ছন্দ (২+৩/২+৩/৪+৪/৪+৪)
অক্ষর বৃত্ত ছন্দ ( ৮+৮/১১+১১)


সুখের আশায় ধাই  সুখের খবর নাই
বুকের জ্বালায় একাই চলি
গেলোই সবই অবুঝ কলি
জীবন আমার তায় দুখের সাগর ধায়
অঝর নয়ন  ভাসেই আঁখি
বুকের ব্যথায় দুখের পাখি
আমার জীবন এই ভেসেই চলেই সেই।


ভালোর খবর ওই খারাপ লোকই সই
দুখের মাঝেও আঘাত করে
ব্যথার সাগর কাঁপন ডরে
ভবের জীবন ভাই দুখের সাথেই যাই
দুখের ভুবন চলন একা
শয়ন-স্বপন নিজের দেখা
দুখের তরীর রথ এটাই আমার পথ।


প্রভুর নিয়ম তাই মনের ধরণ ভাই
বুকের ব্যথায় নয়ন ঝরে
ক্ষমার তরেই চরণ ধরে
কেঁদেই জীবন শেষ হারায় সকল রেশ
জীবন আমার বড়ই একা
সুখের কখন পেলাম দেখা ?
প্রভুর রহম চাই প্রসার দুহাত তাই।
==================


বিশ্লষণ:
প্রত্যেক শব্দ মুক্তস্বর দিয়ে শুরু, বদ্ধস্বর দিয়ে শেষ হতে হবে।
অর্থাৎ প্রত্যেকটি শব্দ তিন বর্ণ দ্বারা হতে হবে।


অন্তমিল।
( ধাই - নাই )
প্রথম চতুর্থ ও সপ্তম চরণের অন্তমিল এভাবে হবে।
এই অন্তমিল গুলো
একটি বদ্ধস্বর দ্বারা গঠিত হতে হবে।


( চলি- কলি)
( আঁখি - পাখি )


এই অন্তমিলের শব্দ গুলো দুইটি মুক্তস্বর দিয়ে গঠিত হতে হবে।