না বলা ভাষা
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ২৮-০৩-২০২৩ ইং


মেহবুবা! আমার মনের আশা,
মেহবুবা! তুমি ভালোবাসা।।


কানে কানে বলে যাবো শুধু যে আমি
আমি যে তোমার হবো প্রিয় স্বামী,,
আরো কত কথা হবে না বলা ভাষা।
মেহবুবা! আমার মনের আশা,
মেহবুবা! তুমি ভালোবাসা।।


তোমাকে নিয়ে দেখেছি কত
এ মনের গহীনে অবিরত,
শত স্বপ্ন বোনা দু’টি চোখে
তোমারই প্রেমের আবেশে ব্রত।।


ভালোবাসো ওগো প্রিয়া কাছে এসো
মিষ্টি করে হেসে পাশে বসো,,
তুমি প্রেম বাঁচা মরা সুখের বাসা।
মেহবুবা! আমার মনের আশা,
মেহবুবা! তুমি ভালোবাসা।।


তুমি আমি দু'জনেই স্বর্গপুরে
আকাশের নীলে ভাসি ওই সুদূরে,
জীবনে মরণে মিশে আছো এই দেহে
সারাক্ষণ থাকো প্রিয়া হৃদয়ও জুড়ে।


এ ভুবন দেখো কত রঙে আঁকা,
তুমি বিনা বালুচর সবই তো ফাঁকা!
বাহুডোরে জড়িয়ে মেটাও তৃষা।
মেহবুবা! আমার মনের আশা,
মেহবুবা! তুমি ভালোবাসা।।