নদীরে তুই পর
মোঃ ইব্রাহিম হোসেন


পদ্মা নদীর মাঝি আমি
পদ্মাতে নাও বাই,
বৈঠা ধরি রোজ সকালে
সন্ধ্যাতে ঘর যাই।


যাত্রী সকল নৌকায় উঠে
পদ্মা করি পার,
পারের আগে কেউ আমারে
দেয় না কভু ছাড়।


এইভাবে দিন যাচ্ছে কেটে
নদীর 'পরে রোজ,
ঝড় বাদলেও লড়াই করে  
নিত্য করি ভোজ।


পদ্মা নদীর পানির সনে
কতোই আমার মিল!
ভিজে না 'রে ভিজে না হায়
সেই নদীরই দিল।


ঝড়ের কোপে পড়লে নদী
দেয় না তো ছাড় আর,
ভাঙ্গে সাধের নৌকা খানি
ভাঙ্গে আমার ঘাড়।


হইলি না'রে  আপন কভু
পদ্মা আমার তর,
সারাজীবন সঙ্গী করেও
হইলি যে  তুই পর।