নারীকে দাও মান  (গীতি কবিতা)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০২-০৬-২০২২, শনিবার, সময় ৪ঃ৫৪ পি এম


নারীতে ভক্তি নারীতে শক্তি নারীতে তৃপ্তি পাই,
ভব সংসারে তবুও কেনো রে নারীর মূল্য নাই?
পথের এ ধারে কিংবা ও ধারে
ওড়নাটা ধরে ল্যাং মারে তারে,
দোষ কী নরের অথবা ঘরের জবাব দেবে কে ভাই?
ভব সংসারে তবুও কেনো রে নারীর মূল্য নাই?


রক্ত ক্ষরণ মান ও হরণ করে না বারণ কেউ,
প্রতিবাদে যায় হয় নাজেহাল মা ও বাবা হয় হেয়।
অপবাদ আর লাঞ্ছনা ভার
বিনা কারণেও মিলে ভালে তার,
অশ্রুর নীরে যাতনার ভীড়ে বুক ফাটে তার হায়!
ভব সংসারে তবুও কেনো রে নারীর মূল্য নাই?


শকুনের দল করে কত ছল কৌশলে ফেলে জাল,
রক্ত পিপাসু রক্ত চুষিয়া ছিঁড়ে যে গায়ের ছাল।
নিরুপায় হয়ে যন্ত্রণা সয়
মনের ভেতর পুষে রাখে ভয়,
এ নারীর তরে অবনীর পরে নরে সুখ খুঁজে পায়,
ভব সংসারে তবুও কেনো রে নারীর মূল্য নাই?


নিদারুণ হাল চোখে আসে জল বৃদ্ধকালের মাতা,
বৃদ্ধাশ্রমে শেষ ঠিকানায় জীবনের শেষ পাতা।
আর কতদিন দেখবে ভুবন
নারীর চোখের দুখের শ্রাবণ,
হাজার জ্বালার দহন সহেও তব বুকে চায় ঠাঁই,
ভব সংসারে তবুও কেনো রে নারীর মূল্য নাই?


নারীদের যারা ছিঁড়ে ছিঁড়ে খায় ভাঙ্গো তাদের হাত,
আপন হলেও অত্যাচারীর দাও ছেড়ে দাও সাথ।
নরীদের তর  চাই শালীনতা
করো না পালন কভু নীরবতা,
দুই নয়নের পাত মেলে এসো সুনজর দিয়ে চাই,
ভব সংসারে নিত্য নারীরা মূল্যটা যেন পায়।