নারীর মান
ইব্রাহিম হোসেন
অক্ষর বৃত্ত ছন্দ ৮+৬


নারী তুমি এই ভবে আজবের খেলা,
কেউ দেয় ভালোবাসা কেউ করে হেলা।
বউ হয়ে প্রথমেই পুরুষের সনে,
দোলা দিলে পৃথিবীতে আদমের মনে।


নারী তুমি বহুরূপী বিধাতার দান,
কারো বউ কারো বোন বহু ব্যবধান।
নেই কোনো তুলনা যে তোমা সাথে আর,
ধীরে ধীরে গড়ে তুলো জগৎ সংসার।


সেরা মান পেলে তুমি জননীর হালে,
তোমার সেবা করিলে স্বর্গ পরকালে।
মায়াবতী রূপবতী সেরা উপহার,
স্নেহ মম থাকে সদা হৃদয়ে সবার।


শত ব্যথা সহ্য করো বুকে হাহাকার,
তুমি বীর যোদ্ধা হয়ে করো প্রতিকার।
ধৈর্য আছে শক্তি আছে, আছে মনোবল;
সাহসেতে বুক বেঁধে লড়ে পাও ফল ৷


তোমা গুণে পরিবারে সুখ নেমে আসে,
এক বুক জ্বালা নিয়ে তবু থাকো আশে।
স্বার্থ ত্যাগ করে তুমি জ্বালো ঘরে আলো,
তোমারই অবদানে দূর হয় কালো।


নারী তুমি পারো না'যে হতে অবহেলা,
ধরণীর খেলা ঘরে স্বর্গ সুখ ভেলা।
প্রিয়নবী দিয়েছেন নারীদের মান!
জাতিসংঘ দিলো ঠাঁই নারী-অবদান।
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
===================


(রচনার সময়কাল ০৮-০৩-২০২১ ইং)


( বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকল নারী জাতির প্রতি রইলো আমার নিরন্তর ভালোবাসা প্রীতি শুভেচ্ছা ও শুভ কামনা।)