নরকের নিচে
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৮-১২-২০২২ ইং।


তোমার কারণে আজ হারালাম সবি,
ব্যথার পাহাড়ে আঁকি তোমারি তো ছবি।
হৃদয়ের মোহনায় নয়নের জলে,
ভেসে ভেসে ভাঙা তরী যাই বেয়ে চলে।


হাল নাই দাঁড় নাই,নাই পাল তোলা,
ব্যথার সাগরে মন দিয়ে যায় দোলা।
কী যাতনা বিষে মোর বোঝাবো তা কীসে?
নাহি পাই খুঁজে কূল হারিয়েছি দিশে।


পাহাড় সমান ব্যথা এ কাঁধে বহন,
জানে না কখনো কেহ কত যে দহন!
জ্বলে পুড়ে ছাই হয়,হয় না মরণ,
বারেবারে হয় শুধু তোমাকে স্মরণ।


ভুলে যেতে চাহিলেও মনে পড়ে যায়,
সব কিছু থেকে নাই কী যেন কী হায়!
এভাবেই দিন কাটে, কাটে মাস সাল,
আঁখিজলে বুক ভাসে নিদারুণ হাল!


মনের আকাশে মোর উঠিলো না চাঁদ,
ভালোবেসে এ জীবন হলো বরবাদ।
ষোলোআনা জীবনের বারো আনা মিছে,
অভাগা প্রেমিক আমি নরকের নিচে।