নজরুল আমার ভক্তি
মোঃ ইব্রাহিম হোসেন
স্বরবৃত্তঃ ৪+৪+৪+২


নজরুল আমার বুকেরই বল
নজরুল আমার ভক্তি,
তাঁর প্রেম মন পাগলপারা
তাঁর প্রতি হই রক্তি।


দুর্গম পথে চলার গতি
মনেরই জোর শক্তি,
ছোট ছোট কচিকাঁচার
গলারই হার তক্তি।


দ্রোহের কবি প্রেমের ছবি
সমাজ চেতন উক্তি,
অন্যায়ে তাঁর হয়নি কভু
সমঝোতার চুক্তি।


সাম্যবাদীর লেখক তিনি
সবার জন্য মুক্ত,
তাই হয়েছি ভালোবেসে
তাঁর সাথে আজ যুক্ত।


ওহে নজরুল! আপনাকে দেই   
হাজার সালাম শ্রান্তি,
বিদ্রোহী বীর উচ্চতে শির
মুশকিলে শ্রম দান্তি।
===============



নজরুল আমার ভক্তি
মোঃ ইব্রাহিম হোসেন
মাত্রাবৃত্ত ছন্দঃ ৬+৬+৬+২


নজরুল তুমি এ বুকের বল
ভক্তি আমার তুমি,
তব প্রেমে মন পাগলপারা যে
তব স্মৃতি নিয়ে ঘুমি।


দুর্গম পথে চলার গতিতে 
চিত্ত মধ্যে  জোর ,
ছোট্ট ছোট্ট কচিকাঁচাদের
গলার তক্তি জোড়।


দ্রোহের কবি ও প্রেমের ছবিতে
সমাজ চেতন বাণী,
অন্যায়ে তব হয়নি কখনো 
সমঝোতা হাত-ছানি।


সাম্যবাদীর পদ্য লেখক
সবার জন্য খোলা,
তাই তো হয়েছে ভালোবেসে আজ
আত্ম এ মন ভোলা।


ওহে নজরুল! আপনার তর  
হাজার সালাম ঠুকি,
বিদ্রোহী বীর উচ্চতে শির
বিপদে দান্তি চুকি।