নজরুল স্মৃতি
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ১১-০৯-২০২২, রবিবার।


ওহে নজরুল! প্রাণো বুলবুল
দ্রোহের ডাণ্ডা বাগিচার ফুল।
উড়ায়ে ঝাণ্ডা বজ্রে ঠাণ্ডা
চরণে প্রভুর নিঃস্ব বান্দা।


সততার বাণী হাজারও গ্লানি
বিরহের মন নয়নের পানি।
ভেসে গেছে বুক বারোমাস দুখ
দেয়নি কো ধরা কপালের সুখ।


তবু বলীয়ান এ ভবে মহান
নহে নত শির সাহসী জোয়ান।
গুণী মহাজন সবার আপন
নহে নশ্বর মনে ক্ষণে ক্ষণ।


তাহা কভু নহে মন সদা কহে
দুখ জ্বালা যত তাঁর মত সহে।
কত দেখো মিল বলে এই দিল
যন্ত্রণা বুকে ছুঁড়ে মারে ঢিল।


তোমাকে সেলাম আমিও পেলাম
কষ্টের ডালি বহিয়া গেলাম।
প্রভুর লিখন এই তো শিখন
হয় নাকো তাহা কখনো নিধন।


তোমার সে স্মৃতি আমার এ প্রীতি
কুরে কুরে হায় খায় সারা-ক্ষণ
বারবার তাই মনে পড়ে যায়
পাহাড় সমান ব্যথা ভারে তন।