নীতির ইতি
মোঃ ইব্রাহিম হোসেন
রচনা ০৮-০৯-২০২৩ শুক্রবার


নীতি নীতি কইরে নীতি ঝড়ে গেছে উড়ে,
তাই নরকের অনল দাহে ওই জনতা পুড়ে!
সমাজপতির বিচারপতির বিবেকটা আজ ইতি,
বজ্রধ্বনি মুখের ভাষণ নাই দেশে আর নীতি।


লোকদেখানো সমাজ সেবক বাস্তবে নাই প্রীতি,
নীতির কথা বলতে গেলে শুধুই এখন স্মৃতি।
যার গায়ে খুব শক্তি আছে জাতির প্রধান নেতা,
আমজনতার নাই অধিকার বাংলাদেশের ক্রেতা।


বাবার সামনে ধর্ষণ মেয়ে ছেলের সামনে মাতা,
নাই ক্ষমতা প্রতিবাদের কলঙ্কিত ভ্রাতা।
রাহাজানি খুনখারাবি নিজের স্বার্থে সবাই,
ক্ষমতার বল প্রয়োগ করে দিন-দুপুরে জবাই!


দোষীরে কয় নির্দোষী সে করতে গিয়ে তালাশ,
প্রশাসনের এই নীতিতে সব অপরাধ খালাস!
নির্দোষীর হয় যাবজ্জীবন জেলখানাতে বন্দি,
ঘুষের টাকায় হয় মিতালি অপরাধীর সন্ধি।


মিথ্যাবাদী মুক্তি সে পায় শয়তানি তার হাসি,
বিনাদোষে জেল খেটে হয় সত্যবাদীর ফাঁসি।
সংবিধানে নাইকো লেখা আল-কোরআনের বিধান,
ভাবছে তারা অবৈধতার অবিনশ্বর নিধান।


অত্যাচারে নিপিড়ীনে দিশেহারা মানুষ,
অসৎ যারা আত্মহারা উড়ায় সুখে ফানুস।
খাচ্ছে তারাই লুটেপুটে দেশের নেতা ওরা,
অসহায় দীন খাদ্য বিহীন জীবন নদীর খরা।


রক্ষক যদি ভক্ষকই হয় নীতির বিবেক মরা,
মিথ্যা আশা শাসন কায়েম মিথ্যা এ দেশ গড়া।
আসবে কবে নীতির শাসন শান্ত হবে ধরা,
দেশটা কি ফের স্বাধীন হবে রক্ত দিয়ে গড়া?