নিও না বিধি, নারীর পতি
ইব্রাহিম হোসেন  


একটি মেয়ে আমার সাথে
পড়েছিল যখন,
প্রাইমারিতে তার কাহিনী
বলব আমি এখন ।


মা ও বাবা বিয়ে দিল
করবে সুখের ঘর,
সুখের সে ঘর ভেঙ্গে দিল
সর্বনাশা ঝড় ।


তার কলিজার টুকরাটা
বছর খানিক আগে,
পরপারে চলে গেল
স্বামী নিয়ে কাঁদে ।


নববধূ নিয়ে কেবল
বেঁধেছিলো ঘর,
খোদার ডাকে সাড়া দিল
আঁখি ঝর ঝর ।


দুঃখ নিয়ে স্বামী নিয়ে
দিন চলে যায় কেটে,
আবার হবে সন্তানাদি
বিধি যদি লিখে ।


বলবো কি যে নিদারুণ
কষ্ট কাহিনী !
বিধির ডাকে আজকে গেল
সেই মেয়েটির স্বামী ।


ভাবতে আমার বুকটা যে
কষ্টে ফেটে যায়,
ছেলে গেল, স্বামী গেল
রইবে এখন কোথায় ?


বিধি তোমার কাছে করি
একটা মিনতি,
আর নিও না এমন করে
কোন নারীর পতি ।


🤲🤲🤲🤲🤲🤲🤲
============
🤲🤲🤲🤲🤲🤲🤲
============