নব বধূর আশা
মোঃ ইব্রাহিম হোসেন


ষোলো থেকে আঠারো পার
হয় যে নারীর বিয়া,
স্বপ্ন বুনে হাজার চোখে
আশায় বাঁধে হিয়া।  


শ্বশুর বাড়ি যায় সে চলে
পালকি 'পরে কনে,
রাত্রি কাটে প্রেমালাপে
বর ও বধূর সনে।


প্রার্থনাতে দুই জনারই
রবের কাছে চাওয়া,
স্বামীর ঘরে জিন্দেগী যাক
বধূর পরম পাওয়া।


চাই না কিছু প্রাণের স্বামী
পায়েতে ঠাঁই দিয়ো,
এই হৃদয়ের ভালোবাসা
যত সবই নিয়ো।


বিনি সুতার মালা গাঁথা
কবুল কবুল বলে,
সারাজীবন হোক না যে পার
তোমার চরণ-তলে।


(রচনাঃ ১২/০৬/২০২২, রবিবার ১১ঃ৪০ পি এম)