নিঝুম রাতের প্রার্থনা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৬-০৩-২০২৪ ইং


নিঝুম রাতের কোলে জেগে জেগে একা,
তোমার সৃষ্টি জাহান এ দু-চোখে দেখা।
তখন স্মরণ হয় মরণের কথা,
ভয়ানক ভাবনায় জাগরণ ব্যথা।


আকাশের সুদূরেতে নীরবে তাকাই,
তোমার কথায় শুধু মনে পড়ে যায়।
তব ইশারায় ঝুলে চাঁদ তারা ওই,
দেখিয়া যতই চাই অবাকেতে রই।


বিশাল ক্ষমতা তব অসীম অপার,
তুমি বিনা এ ভুবনে কেবা আছে কার?
এ জগতের স্রষ্টা তো তুমিই মহান,
ত্রিভুবনে নাই কেহ তোমার সমান।


পৃথিবীর যাহা কিছু তোমারই তো দান,
সালাম চরণে তব ওগো রহমান!
পাপী গুনাগার আমি পাপ চাই মাফ,
কুদরতে রব এই দিল করো সাফ।


আমি এ অধম কাঁদি কত কথা ভেবে!
মহাপাপী বান্দা আমি নজর কি দেবে?
তুমি যদি নাহি দাও ক্ষমা ওগো প্রভু!
আছে কি এমন বলো ক্ষমাকারী কভু?


জানা ও অজানা যত মাফ করো ভুল,
নাহি যদি করো মাফ হারাবো দু'কূল।
ফেলিয়া চোখের জল তুলি দু'টি হাত,
একাকী জাগিয়া কাঁদি এই নিশিরাত।