নিম্নবিত্ত
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৮-০২-২০২৩, শনিবার।


দিনমজুরি শ্রমিক যারা
আজ অসহায় খুব যে তারা
মূল্য তাদের নাই,
নিম্নশ্রেণীর চাকরিজীবী
জীবন ভবের হিজিবিজি
পায় না কোথাও ঠাঁই।


চোখের জলে বন্যা বহে
মানুষ তারাও ক্যামনে সহে
ধৈর্য মাবুদ দেন!
হাড়ভাঙা শ্রম কষ্টতে ওম
বেতন ভাতাও খুবই যে কম
চিত্তে বিরাজ পেন।


অবহেলা গঞ্জনাতে
দু'মুঠো ভাত কেবল পাতে
জীর্ণবসন গায়,
প্রহার করুক মালিক যতই
চায় যে চাতক পাখির মতই
শুধুই পেটের দায়।


নিজের জীবন বিলীন করে
অট্টালিকা পরের গড়ে
মৃত্তিকাতেই বাস,
আঁকড়ে বুকে ধৈর্যধারণ
ব্যথারই তির বক্ষে মারণ
মলিন মুখের হাস।


এই হালে দিন যাচ্ছে চলে
অশ্রুভারে পাথর গলে
দুঃখ বারো মাস,
নাই চিকিৎসা লেখাপড়া
শূন্য জীবন শূন্য ধরা
এ কী সর্ব-নাশ!