নিরাশার বাঁধ ভাঙন
মোঃ ইব্রাহিম হোসেন


বড্ড মনে আশা ছিলো
থাকবে যেজন আমার সাথ,
পাইলাম না রে তার দেখা হায়
গ্রন্থেভরা কাব্য পাত।


অন্তরে বিষ বড়ই কৃপণ
হিংসা বুঝি তাহার হয়,
উগ্র মেজাজ সর্বক্ষণেই
বাক্য সদা তিক্ত কয়।


তারপরে ফের অফার দিলাম
সঙ্গতে এই আমায় নেন,
কথা দিয়েও রাখলো না সে
ফেললো ছুঁড়ে তুখাড় ব্রেইন।


ব্যর্থ হয়ে মন ভাবনায়
বুঝে নিলাম সেই তো লোক,
হয়তো বুঝি আমার দেখে
বাড়ছে মনে গভীর শোক।


দুঃখে এখন একলা চলি
নিজ ভাবনার কর্মকাজ,
যার মনে যা ইচ্ছা বলুক
দূর করি সব মনের লাজ।


আল্লাহ যদি সহায় থাকেন
হবেই হবে সফলকাম,
রবের প্রতি বিশ্বাসী খুব
ইব্রাহিম এক যাহার নাম।