নিরীহ পবন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৬-০৪-২০২৪ ইং
সময়ঃ রাত ১২:১১ মিনিট।


তোমাদের মাঝে আমি একজন এই,
উঁচু নিচু কোনো কাজে ব্যবধান নেই।
পল্লির ছেলে আমি পল্লির কবি,
ঊষার আলোয় জ্বলি গগনের রবি।


আজ আছে টাকা-কড়ি রবে না তা কাল,
ক্ষণিকের মায়াজালে হই না বেহাল।
দু'দিনের দুনিয়াতে ইহা করি পণ,
অহং না পুষি হৃদে থাকিলেও ধন।


পৃথিবীতে একা বাস স্বজনে না কেউ,
আমি চাঁদ, আমি তারা সাগরের ঢেউ।
কখনো আগুন ফের কখনো তুফান,
অন্যায় চূর করে করি খান'খান।


দীন, ধনী, অসহায় সবাই মানুষ,
বিবেকের কাঠগড়ে জাগাই এ হুঁশ।
আমি বীর উঁচু শির নই কভু ধীর,
প্রতিবাদে শত্রুর বুকে ছুঁড়ি তির।


কে আমির কে গরিব কোথায় তফাৎ?
সবার জীবনে রাত শেষেই প্রভাত।
মানুষে মানুষে ভেদ কীসের বা কম ?
মাটির কবরে যাবে বের হলে দম।


দিঘির গভীর জলে মাছেরা যেমন,
নিরিবিলি চুপচাপ আমিও তেমন।
নিরালায় বসে ভাবি এমন ভাবন,
নগণ্য আমি এক নিরীহ পবন।