নিরঞ্জনা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০২-১২-২০২৩ ইং


ক্ষণ গোধূলির যায় পেরিয়ে
সন্ধ্যা লগন নদীর কূল,
দখিন ঘাটে সূর্য পাটে
একটু পরেই ফুটবে ফুল।


পুষ্পবাগে ফুলের কুঁড়ি
চাঁদনি রাতে ফুল ফুটে,
ভ্রমর হয়ে জ্যোৎস্নার আলোয়
মনটা পাগল তাই ছুটে।


রাত জাগা ওই তারার মেলা
দেখতে লাগে মিটমিটে,
ফুরফুরে এই মেজাজ আমার
তোমার আশায় খিটখিটে।


পলক বিহীন রই তাকিয়ে
ডাকছে যেন হুর-পরী,
ভাবনা মনে সঙ্গোপনে
কোন্ কাননের ফুল ধরি ?


হয় বুঝি মোর স্বপ্নে বিভোর
অন্তরালে মন চুরি,
চন্দ্রালোকে মনানন্দে 
ফুল-পরীদের সাথ ঘুরি।


নিরঞ্জনার গভীর নিশি
একলা জাগে চাঁদখানা,
তোমার স্মৃতি গাই যে গীতি
চঞ্চল এ মন আনমনা।