নবান্নে পল্লীর রূপ
মোঃ ইব্রাহিম হোসেন

আমাদের পল্লীর'ই মেঠোপথে দাঁড়িয়ে
দূর আকাশে উড়ে যাই সব কিছু ছাড়িয়ে।
ঝিরিঝিরি বায়ু যেন হীম আনে নামিয়ে
থরথর কাঁপ ধরে শীত আসে জানিয়ে।

মাঠে মাঠে ধান কাটে কৃষকেরা ছড়িয়ে
ছোট দিন ত্বরা করে যায় বেলা গড়িয়ে।
ঘনঘন কুয়াশাতে গা চাদরে জড়িয়ে  
শীতকাটে খড়কুটো আগুনে তা ধরিয়ে।

আকাশের ওই চাঁদ মিটিমিটি হাসিয়া
আলোকিত করে সব জোছনায় ভাসিয়া।
পথে-ঘাটে দূর্বাঘাস কুয়াশায় ভিজিয়া
প্রাণ ফিরে পায় যেন সতেজতা ফিরিয়া।

সাঁঝ রাতে ধান আনে গরু গাড়ি ভরিয়ে
ধানে ধানে গোলা ভরে উঠোনেতে মাড়িয়ে।
নবান্নের উৎসবেতে পিঠাপুলি বানিয়ে
মা ও ঝিয়ে দেয় খেতে নববর মানিয়ে।

খুশি হয় জনে জনে ছেলেমেয়ে তাকিয়ে
খেজুরের রস দিয়ে খায় তারা মাখিয়ে।
ঊষাকালে রোদ উঠে মিঠা মিঠা  সবি তা
পাঠ করে খোকা খুকি ভোর বেলা কবিতা।