নবীর (সঃ) প্রেমের আশিক
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২০-০৯-২০২৩ ইং


নূরের নবী দ্বীনের রবি
উম্মতেরই ত্রাণ,
আকাশ বাতাস ছড়ায় সুবাস
সেই নবীরই ঘ্রাণ।


নবীর ঘ্রাণে সবার প্রাণে
জাগায় প্রেমের বান,
আশিক যারা পাগলপারা
হয় প্রেমে খান-খান।


হযরত আলী ধনের ডালি
বিলীন করেন ভাই,
আবু বাক্কার হযরত উমার
উসমান দ্বীনেও তাই।


নবীর প্রেমে ধরাধামে
নিঃস্ব ধনের ক্ষয়,
গরিব হলেন দিন কাটালেন
তবু তাঁদের জয়।


এই দুনিয়ায় মানব সেবায়
জীবন তাঁদের শেষ!
যুগ যুগ ধরে সব অন্তরে
অমলিনে বেশ।


চার খলিফায় সেই জামানায়
প্রচার করেন দ্বীন,
ইসলামে তাই মুমিনের ঠাঁই
না হবে শোধ ঋণ।


যেজন ভবে গাফেল হবে
নবীর প্রেমে তাই,
জগৎ জুড়ে ঘুরে ঘুরে
হবে না তার ঠাঁই।


অনন্তকাল নিদারুণ হাল
নরকে তন ছাই,
নাভিশ্বাসের দহন বিষের
মরণ তবু নাই!


নবীর প্রেমের আশিক জনের
সর্বকালের সুখ,
জান্নাতের সে হয় ভাগিদার
হাস্যোজ্জ্বলে মুখ।


তাই তো যদি নিরবধি
নবীর খুশি চাও,
দুরুদ পড়ো স্মরণ করো
তাঁর শানে গান গাও।