নূর-মহল
মোঃ ইব্রাহিম হোসেন


একটি মেয়ে দেখি চেয়ে মন আকাশের রবি,
তার কারণেই কাব্য লিখে আজকে আমি কবি।
ওই বিধাতার ইশারাতে,
প্রেমের বাঁধন বিয়ের সাথে,
আমার চোখে ভাসে শুধু তার মুখেরই ছবি, আঁধার ঘরে চাঁদের আলো,আলোকিত সবি।


এই জীবনের চেয়েও বেশি তাকে ভালো'বাসি,
তাকে নিয়েই দুটি চোখে স্বপ্ন রাশি রাশি,
প্রেম নগরের লক্ষ্মী রাণী,
মিষ্টি-মধুর মুখের বাণী,
দূর দেশেতে থেকেও আমি তার কাছেতেই আসি,
মন ভরে যায় দেখে তারই কোমল ঠোঁটের  হাসি।


মন -ভুবনের নূর হয়ে সে ভুবন করে আলো,
আমার দুটি চোখে লাগে সবার থেকে ভালো।
আঁধার যতো সে করে দূর,
নূর-মহলের সেই তো এ নূর,
মুক্ত ঝরা হাসি দিয়ে দূর করে সব কালো,
তুমিই আমার সেই নূর-মহল জীবন প্রদীপ জ্বালো।
=====================


ভালোবাসার বাঁধন
মোঃ ইব্রাহিম হোসেন


স্নেহ মমে এসো বাঁধি কোটি কোটি প্রাণ,
ভালোবাসা এ তো এক বিধাতার দান।
মিলেমিশে চলে পাবো সুপথের ঘ্রান,
রোষে রোষে কাটে বেলা প্রাণ অবসান।


এসো সবে ভালোবেসে হাত রাখি হাতে,
কেনো থাকি বিবাদেতে প্রিয়জন সাথে?
দুদিনের দুনিয়াতে কেনো রাগ তাপ?
রোষানলে মেলে সদা ভালে অভিশাপ।


সুখ গুলো চলে যায় দুখ করে বাস,
যাতনার দাবানলে কাটে বারো মাস।
দিবানিশি বের হয় বিরহের শ্বাস,
বিশালতা দহে পড়ে দেহ হয় নাশ।


কুটনীতি দূর করে মন করো সাফ,
গ্লানি যত দূরে যাবে প্রভু দিবে মাফ।
কোটি কোটি জনতার এক দাবি এই,
সৎ পথে চলো তবে রাহাজানি নেই।


এই দেশ এই মাটি সোনা ভরা ভূম,
সততার পথে দেই প্রেম-প্রীতি চুম।
অবসানে অপরাধ হবে সব দূর, 
সুখে দুখে বসবাস কী যে সুমধুর!


=================