নৌকা মাঝির প্রেম
ইব্রাহিম হোসেন
নদীর ধারে যাচ্ছে মেয়ে
দাঁড় টেনে গায় নৌকা নেয়ে
গানের সুরে মাতাল,
তার প্রতি তার চোখটা গেলো
কোন রূপসী নদে এলো
উঠলো ফুঁড়ে পাতাল।
পড়লো প্রেমে নৌকা মাঝি
করবে যে কি ভাবছে আজি
মনে মতলব আঁটে,
এবার যদি পায় গো তাকে
চায় পেতে আজ মনটা যাকে
ধরবে নদীর ঘাটে।
সেই মেয়েটি পথ ধরে যায়
নৌকা মাঝি তার দিকে চায়
মনে বড় আশা,
একলা পেলে ধরবে তারে
ঝোপঝাড়ে বা নদীর ধারে
বলবে প্রেমের ভাষা।
তিনটি বছর এভাবে যায়
একলা তারে কভু না পায়
মনে পুষে ব্যথা,
হঠাৎ শোনে দুইটি কানে
ঠাঁই পেয়েছে অন্য প্রাণে
চুপ রহিলো সেথা।