নয়নের কথা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাকালঃ ১৩-০২-২০২৩ ইং


চোখে চোখে কথা হয় প্রেম ভালোবাসা
সুখে দুখে দু'জনায় বাঁধে এক বাসা,
আধো আধো বুজা আঁখি জাগে শিহরণ
প্রণয় প্রণয়িনীর হৃদয় হরণ।


চোখের ভাষাতে ফোটে মিষ্টি মুখে হাসি
অনুরাগে কাছে এসে বলে ভালোবাসি,
ছোট বড় চোখ করে হয় চোখাচোখি
প্রেম-প্রীতি হৃদে বাড়ে কভু রোখারোখি।


পাকালে দুইটি চোখ শিশু কোলে কাঁদে
সুনজরে ফের তাকে স্নেহ মমে বাঁধে,
শাসন বারণ হয় আঁখি ইশারায়
কাছে টানে দূরে ঠেলে সুদূরে হারায়।

লাল লাল দুটি চোখে রক্ত যেন ভাসে,
দুরুদুরু কাঁপে বুক শঙ্কা জাগে নাশে!
বিদ্বেষ ও হানাহানি কড়া কড়া চোখ
চোখের এ চাহনিতে চিত্তে বাড়ে শোক।


চোখ বলে যত কথা হৃদ আঙ্গিনায়
চোখের ভাষাতে জয় মন আন্ধি নায়,
সবার দু'চোখে থাকে ভালো মন্দ গুণ
নয়নেই জিনা আর নয়নেই খুন।



(বিশেষ দ্রষ্টব্যঃ সম্মানিত শ্রদ্ধেয় কবি মোঃ সিরাজুল ইসলাম ভুঞার প্রতি উৎসর্গকৃত কবিতা।
কেননা, তাঁর চোখের ভাষা কবিতাটি পড়ে আমার এ কবিতাটি লেখার স্পৃহা জেগেছে মনে।)