নূর নবী সাঃ (গীতি কবিতা)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৩-০১-২০২৩, সোমবার, 
সময়ঃ ১২ঃ১২ এ এম।


ওগো মোর নূর নবী তুমি তো ধ্যানের ছবি, অন্ধকারে জ্বালাও আলো প্রভাতকালের দীপ্ত রবি।


তোমার প্রেমে মগ্ন সবাই
পাপ কালিমা করে জবাই,,
তোমার প্রেমে কাব্য লিখে হয় জগতে কবি।
ওগো মোর নূর নবী তুমি তো ধ্যানের ছবি।


অন্ধকারে জগৎ ভরা
রব ইশারায় আসলে ত্বরা,
কাফের বে-দ্বীন জীর্ণ জরা
আলোকিত হইলো ধরা।।


কালিমার এক সেই তো বাণী
বিশ্ববাসী সবাই মানি,,
আল্লাহুর এক রাসূল তুমি দুই জাহানেরই নবী,
ওগো মোর নূর নবী তুমি তো ধ্যানের ছবি।


অন্তরে তাই জপ করে যাই তোমারই নাম শুধু,
পাপ দূরে রয় তৃষ্ণা মেটে নামে যে এতই মধু!


আল্লাহ ছাড়া নাই কোনো রব
দ্বীনের নবী তুমিই তো সব,,
হাদিস কোরআন মানলে যে পায় জান্নতেরই চাবি,
ওগো মোর নূর নবী তুমি তো ধ্যানের ছবি।