অভিশাপ  ( কবিতা চোরের প্রতি )
ইব্রাহিম হোসেন


দেখিলাম আজি,একুশে বাংলা নিউজ
টুয়েন্টি ফোর ডট কমে;
"রক্তে রঞ্জিত আগস্ট" আমার লেখা কবিতা
প্রকাশিত চোরের কলমে।


প্রশ্ন করিলাম তাহাকে, বিনয় স্বরে আমি
ফোন করে মেসেঞ্জারে ;
উক্ত কবিতার প্রকৃত লেখক কে?
শুধিলাম তাহারে।


উত্তরে কহিল, "প্রকৃত লেখক আমি
প্রকাশ করেছি পত্রিকার পাতায়" ;
অবাক হইয়া বলিলাম, প্রকৃত লেখক আমি
লিখেছি তাহা মুজিবী শ্রদ্ধায়।


বলি আপনায়, শ্রদ্ধা-ভালোবাসায়
লেখকের নাম করুন পরিবর্তন;
তবু সে নাহি শুনিল, নিজ পথে রহিল
বিবেক টাকে দিয়া বিসর্জন।


দুঃখ ভারাক্রান্ত, হৃদয় আজ ক্লান্ত
অপরাধী না হয়েও অনুতপ্ত ;
আক্ষেপে বলি,চোরের জীবন হোক চিরদিন
অভিশাপের ডালিতে অভিশপ্ত।
======================


বিশেষ দ্রষ্টব্য :-
বজ্রকণ্ঠের নীচের লিংকে ক্লিক করলে প্রকৃত লেখক
ইব্রাহিম হোসেন কেই পাওয়া যাবে।
https://www.bojrokontho.com/42476


চোরের লিংক এখানে
👇👇👇👇👇👇👇
https://www.ekusheybanglanews24.com/2020/08/%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20--%20%20%20%20%20%20%20%20%20%20%20-%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20.html?m=1