ওগো প্রিয়জন!
মোঃ ইব্রাহিম হোসেন


ওগো প্রিয়জন! দিলে জ্বালাতন
আজো কাঁদে মোর হিয়া,
বারেবারে চাই কোথা গেলে পাই
কীভাবে বোঝাবো প্রিয়া?


বলো কোন দোষ কিবা ছিলো রোষ
জানি না কিছুই আমি,
বিরহের তরী বেয়ে তব স্মরি
তোমার-ই শুভ-কামী।


শুধু কাঁদিলাম বৃথা বাঁধিলাম
বালুচরে ঘর খানি,
তব আশাতেই বেঁচে আছি এই
ঝরে শুধু চোখে পানি।


দাও দাও সাড়া আমি দিশেহারা
পথ খুঁজে নাহি পাই,
দুখে ভরা মন শুধু যে দহন
শান্তি কোথাও নাই।


মন ডেকে যায় কেঁদে ইশারায়
কাছে এসে দাও দেখা,
তুমি বিনা কাটে রোজ পথে ঘাটে
আঁখিজলে ভাসি একা।