রম্য
কন্যা পরী
মোঃ ইব্রাহিম হোসেন


রহিম মিঞা হাঁট্টে চলে
কন্যা পরী দেয় যে ডাক,
তার ডাকে তার আক্কেল গুড়ুম
বন্ধ যে হয় থমকে বাক।


ভীরু ভীরু মন নিয়ে কয়
বলবেন কি গো আপ্পুজান,
তড়িৎ করে বল্ল্যা ফেলুন
ডাকছেন আমার আম্মুজান।


কন্যা যে কয় দাঁত ক্যালাইয়া
বিয়া করুম এহন তোক,
কচি বয়স ভাঙ্যা খামু
জোরসে দিমু একটা ঢোক।


রহিম মিঞা জ্ঞান হারাইয়া
উল্টে পড়ে চিৎপটাং,
ফুড়ুৎ কইরা উড়াল দিলো
শূন্যে পরী সট সটাং।


(রচনাঃ১৬/০৬/২০২২,বৃহস্পতিবার ৯ঃ০৮ পি এম)