ওপার দেশে মা   ( মমতাময়ী মা জননী)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০২-০২-২০২৪ ইং, শুক্রবার।


মাগো তোমার স্নিগ্ধ শীতল
পরশ পেতে চাই,
ত্রিভুবনে মায়ের মতন 
আপন কেহ নাই।


আঁখির বৃষ্টি সিন্ধু সৃষ্টি
রাত কাটে না হায়!
বেদনা ভার সয় নাকো আর
সাগর বয়ে যায়।


এতিম আমি সর্বহারা
নাই কোনো কূল মা,
ওপার দেশে ঘর বেঁধেছো
খোঁজ করে পাই না।


মা মা বলে ডাকছি কতো
নাই কি দু'টো কান ?
নীরব হয়ে ঘুমায় আছো
পাঁচ কাপড়ের থান।


নিত্যদিনই রাত আসে যায়
রাত শেষে হয় ভোর,
কেমন তোমার ঘরদরজা
বন্ধ রাখো দোর ?


খুব দূরে নয় সন্নিকটেই
মাটির তলে বাস,
ক্যান শোনো না দুই কানে মা
আমার দীর্ঘ'শ্বাস !