ওরাও মানুষ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাকালঃ ২৩-০২-২০২৩, বৃহস্পতিবার।


বাঁচার তাগিদে কত যে কাঁদিবে
ঝরিবে নয়নে জল,
দু'চোখের পানি দুঃখের ঘানি
সাগর নদীর তল।


আবিদ্ধ কায়া সিদ্ধের ছায়া
ফুটন্ত হাত গায়,
অবিচার পায় জীবিকার দায়
ইহা অপরাধ হায়!


পেটের কারণ ধৃষ্ণু ধারণ
মানুষ গোলাম হয়,
দ্বারে দ্বারে ফিরে অভাবের ভীড়ে
অশ্রু জলের ক্ষয়।


আঘাতের তির চোখে ঝরে নীর
অসহায় হীন খুব,
পিঠে উঠে ছাল নিদারুণ হাল
ব্যথার সাগরে ডুব।


জগতে নিঃস্ব করুণ দৃশ্য
ভাঙে চাকরের ঘাড়,
নিরুপায় হয়ে সবি যায় সয়ে
কচি কিশোরীর হাড়।


এ কী মানবতা সৎ সরলতা
মহাজন ভবে গুণী ?
মানুষ নামের অমানুষ এরা
মনুষ্যত্ব খুনি।


পাথরের মন নহে ওরা জন
ওরাও মানুষ ভবে,
অপরাধ ছাড়া পায়ে বেড়ি বেড়া
বন্দি কেন বা তবে?


জাগো হে তরুণ কাহিনী করুণ
উঠাও তোমার শির!
নহে অন্যায় সত্যতে জয়
নির্ভীক তুমি  বীর।


স্বৈরাচারীর কৌশলী নীড়
ভেঙে করো সব চূর,
দাম্ভিকতার বর্বরতার
বিনাশে জ্বালাও নূর।