অভিমানী বৌ
মোঃ ইব্রাহিম হোসেন


বৌ করেছে খুব অভিমান
মুখখানা তাই ভারি,
ঈদ এসেছে পরনে চায়
বেনারসি শাড়ি।


হাতের বালা কানেরই দুল
গলে হীরার মালা,
খোঁপাতে ফুল চোখের কাজল
সাজ গহনার ডালা।


এবার ঈদে সব কিছু তার
দিতেই হবে জানি,
তাই দু'চোখে মিষ্টি বধূর
অভিমানের পানি।


কী করি আজ ভেবে না পাই
ঈদের খুশির দিনে,
কেমন করে ফুটবে হাসি
বায়না পূরণ বিনে?


ঠিক করেছি সবই দেবো
আজকে কিনে আমি,
আঁধার ঘরের চাঁদের আলো
সবচেয়ে মোর দামি।