পাবো না কখনোই ফিরে
মোঃ ইব্রাহিম হোসেন


পাবো না কখনোই আর কোনদিন
ফেলে আসা সেই ছাত্রজীবন,
পাবো না কখনোই আর কোনদিন
বাল্যকালের সেই কিশোর জীবন।


এই তো জীবন শুধুই স্মরণ,,
স্মৃৃতির আড়ালে এক প্রীতির দহন। ঐ


বাবা মায়ের সেই আদর স্নেহ
পাই না এখন তা শুধুই স্মৃতি,
ভাই বোন এলাকার প্রতিবেশি
অনেক দূরে,নাই গাই যে গীতি।


খুঁজে ফিরে দু-চোখ মেলে,,
পাই না কখনো তা করেও সাধন। ঐ


জানি না কোথায় খেলার সাথী,
কোথায় আছে সেই প্রিয়জন?
যে ছিলো জীবনে দিবা-রাতি
চোখের মণি সবচেয়ে আপন।।  


সেদিনের আবালের দুঃখ ভোলায় ,,
কবিতার আসরের প্রেমের বাঁধন।  ঐ
=========================


(রচনাকালঃ ২৮-০১২০২৩ শনিবার,
সময়ঃ ১১ঃ৪০ পি এম।)


বিশেষ দ্রষ্টব্যঃ আমার লেখার শুরুটা ঠিক এমন লেখা দিয়েই হয়েছে - আলহামদুলিল্লাহ।