পিতা মাতা
মোঃ ইব্রাহিম হোসেন

নাহি আছে তুল্য মা ও বাবার মূল্য
এই জীবনের ধন,
করলে তাদের সেবা  জীবন নদীর রেবা
বহে সারা ক্ষণ।

যত্নে রাখে ঘিরে চায় বারেবার ফিরে
খোকা গেলো কই ?
মা ও বাবার আদর শীত-কুয়াশার চাদর
তাই তো সুখে রই।

পিতা মাতা রত্ন করতে হবে যত্ন
সন্তানের এই কাজ,
তাদের সেবা করলে জীবন ভবে গড়লে
পাবে নূরের তাজ।

মহান রবের সৃষ্টি রহমতেরই বৃষ্টি
জগৎ সেরা মা,
বটবৃক্ষ বাবা রুখে বাঘের থাবা
তুলনা হয় না।

আমার দ্বীনের নবী বলে দিলেন সবি
পিতা মাতাই সুখ,
ঝরলে তাদের আঁখি সন্তান মনে রাখি
দো-জাহানে দুখ।