পাষাণ মন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৮-০৩-২০২৩, শনিবার।


পরের দুখে কেঁদে ওঠে
আমার পাষাণ মন,
ব্যর্থ দিতে দানের এ হাত
বিষণ্ণতায় ক্ষণ!


বক্ষ ফাটে আর্তনাদে
নয়ন ঝরে হায়!  
দরদী নই নিষ্ঠুর আমি
এই কপালের দায়।


এক মনে চায় সম্বলহীনে
করবে কিছু দান,
আরেক মনে দেয় বাধা মোর
সংসারে খুব টান।


নুন আনতে হয় পান্তা যে শেষ
কষ্টে ঝরে নীর,
বৈঠা বিহীন পাল ছিঁড়া নাও
পাই না খুঁজে তীর।


এই হালে হায় দিন চলে যায়
দুঃখ বারো মাস,
দুখীর দ্বারে চোখেরই জল
শুধুই হাহুতাশ!


পকেট ফাঁকা দুখের চাকা
ঘুরছে নিশি দিন,
অন্নহীনে অর্থ বিনে
চিত্তে বিষের বীণ!