পথের দিশা দাও
মোঃ ইব্রাহিম হোসেন

পাপ করেছি রাশি রাশি
মাওলা ক্ষমা চাই,
তোমার দয়া ক্ষমা বিনে
বাঁচার উপায় নাই।

রহমান, রহিম, গাফ্ফার তুমি
তুমিই মালিক সাঁই,
অধম পাপী বান্দা আমি
কোথায় ক্ষমা পাই ?

দাওগো প্রভু শুভ দৃষ্টি
ঝরছে চোখের জল,
চোখের জলে বুক ভেসে যায়
মন মোহনায় ঢল।

কেবা আছে তুমি ছাড়া
কোথায় পাবো ঠাঁই ,
ভিখ না দিলে কোন সুদূরে
কোন পথেতে যাই ?

পথহারা এক পথিক আমি
পথের দিশা দাও,
পাপের বোঝা মাফ করে রব
দ্বীনের পথে নাও।

=============


নশ্বর ভুবন
মোঃ ইব্রাহিম হোসেন

অবহেলায় রঙ্গ লীলায়
যাচ্ছে সময় কেটে,
টাকার'ই লোভ কত যে ক্ষোভ
শেষ এ জীবন খেটে।

শখেই মানুষ উড়ায় ফানুস
আল্লাহু'কে ভুলে,
নেই তো অভাব সাজে নবাব
গর্বে হাওয়ায় দুলে।

ভাবছে না কেউ উঠবে যে ঢেউ
আসবে কখন মরণ ?
জীবন তরী সুখের ঘড়ি
হবেই তখন হরণ।

থমকে যাবে কেউ না রবে
প্রাণ পাখিটা গেলে,
রব'কে স্মরো দ্বীন'কে ধরো
শান্তি তাতেই মেলে।

নশ্বর ভুবন বইবে পবন
ঝড় হাওয়ার'ই বেগে,
বিলীনে সব রবেন যে রব
সত্যে উঠো জেগে।