পাঠশালা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাকালঃ ০৬-০১-২০২৩, শুক্রবার।


চল্ ছুটে যাই পাঠশালাতে
বই খাতা আর কলম হাতে,
শিক্ষাগুরুর শিক্ষা নিতে
গড়তে জীবন শক্ত ভিতে।


জ্ঞানের প্রদীপ থাকবে সাথে
জ্বলবে আলো গহীন রাতে,
পাখিরই ডাক ভোর প্রভাতে
চোখ বুলাবে বইয়ের পাতে।


উঠবে রবি পুব গগনে
আঁধার দূরে সুখ লগনে,
রাখবে সবে খুব স্মরণে
কাঁদবে যে লোক তোর মরণে।


পণ করে যা শিখবে ত্বরা
শিক্ষা ছাড়া বেঁচেও মরা,
জীবন রোগে শোকে জরা
এই জ্ঞানই দূর করে খরা।