পাতি নেতা
মোঃ ইব্রাহিম হোসেন

লোলুপ জনক জাতির নেতা
রাজনীতিতে আয়,
পরের লুটে খাদ্য জুটে
মাংস পোলাও খায়।

সেবায় মানব সেই তো দানব
অহংবোধের লোক,
দল ক্ষমতায় বড্ড কসাই
অত্যাচারের ঝোঁক।

মিথ্যা বাণী বিষের ঘানি
জ্বালায় পোড়ায় হায়!
সুদ ও ঘুষে পকেট ঠুসে
জায়গাতে রয় ঠায়।

বাড়ছে জমি নয় সে কমি
পাতি নেতার ভাই,
এই জগতে তার মত যে
আর কোথা কেউ নাই।

সর্বক্ষণে যুদ্ধ রণে
খাটায় মনের জোর,
হায়রে মানুষ হইলো না হুঁশ
দম গেলে নাই ভোর।